Web Link: http://www.gdnonline.org/regionahub_bangladesh.php
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও UN Women এর যৌথ উদ্যোগে যাত্রা শুরু হলো জেন্ডার অ্যান্ড ডিজাস্টার নেটওয়ার্ক বাংলাদেশ কান্ট্রি হাবের ।
১১ মার্চ রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে জেন্ডার অ্যান্ড ডিজাস্টার নেটওয়ার্ক বাংলাদেশ কান্ট্রি হাবের উদ্বোধনী অনুষ্ঠান হয়। কান্ট্রি হাব উদ্বোধনের পাশাপাশি উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস, উদ্দেশ্য, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর ক্ষমতায়ন প্রেক্ষিত সমুন্নত করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেন্ডার অ্যান্ড ডিজাস্টার নেটওয়ার্ক বাংলাদেশ কান্ট্রি হাব উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী পর্বে অংশ নেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেন্ডার অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্সের অধ্যাপক Maureen Fordham.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UN Women বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শোকো ইশিকাওয়া (Shoko Ishikawa); দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুল করিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
Copyright © 2015 Institute of Disaster Management and Vulnerability Studies. All Rights Reserved. Developed by : Shafiul Bashar